রনি আহম্মেদ
গাজীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত ৩১২ জন গরীব রোগীদেরকে ১ কোটি ৫৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত সমাজসেবা অধিদপ্তর এর নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহের মাঝে এককালীন অনুদানের এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বক্তিতায় সমাজ কল্যাণে, ক্রীড়া অঙ্গনে, দেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে এবং গাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাট ব্রীজকালর্বাট বিভিন্ন খাতে সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন। এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার। স্বাগত বক্তব্য রাখেন- গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম আনোয়ারুল করিম। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথি বৃন্ধ বক্তব্য রাখেন।
উল্লেখ্য সমাজসেবা পরিচালিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহযোগীতার আওতায় ৮৫ জন গরীব রোগীকে জনপ্রতি ৫০ হাজার করে মোট ৪২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ইতিপূর্বে ১ম কিস্তিতে ১২২ জন গরীব রোগীকে জনপ্রতি ৫০ হাজার করে ৬১ লাখ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ১০৫ জন গরীব রোগীকে ৫২ লাখ ৫০ হাজার টাকা গরীব রোগীদের মাঝে বিতরণ করা হয়। এতে সর্বমোট ৩১২ জন গরীব রোগীকে ১ কোটি ৫৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।